রেজাল্ট দেখতে পাশের বাটনে ক্লিক করুন

পরীক্ষা হবার চার সপ্তাহের মধ্যেই বেশিরভাগ ফলাফল প্রকাশিত হয়ে যাবে। যদি কোনো পরীক্ষার ফল এর মধ্যে প্রকাশিত না হয় তাহলে পরবর্তী দুই সপ্তাহের মধ্যে হবে।

আমাদের লক্ষ্য ও উদেশ্যঃ

Bepda Foundation একটি অরাজনৈতিক,অলাভজনক স্বেচ্ছাসেবী ও মানব কল্যানধর্মী প্রতিষ্ঠান। দেশের প্রতিটি মানুষের স্বাস্থ্য সেবা পাওয়া মৌলিক অধিকার। বাংলাদেশ একটি নিম্ন মধ্যম আয়ের দেশ। দেশের অধিকাংশ মানুষ দারিদ্র সীমার নিচে বাস করে। সমাজের ধনীক শ্রেণীর মানুষ নিজস্ব ব‍্যবস্থায় বা খরচে নিজেদের চিকিৎসার চাহিদা পূরণ করতে সক্ষম হলেও, গ্রামঅঞ্চলের অগনিত খেটে খাওয়া সাধারন মানুষ সু -চিকিৎসা ও আধুনিক চিকিৎসা সেবা থেকে প্রায় বন্ঞ্চিত। কারন শিক্ষা ও সচেতনতার অভাবে- জনসংখ্যা ক্রমান্বয়ে নিম্নমুখী। জনসংখ্যার হাড়ও উল্লেখযোগ্য ভাবে বাড়ছে কিন্তুু বাড়ছেনা ভূমি,খাদ্য, প্রযুক্তিগত স্বাস্থ্য শিক্ষা মূলক প্রতিষ্ঠান ও কারিগরী শিক্ষা এবং কর্মসংস্থান। গরীব মানুষের সবচেয়ে বড় পূজি হল তার সুস্থ শরীর এবং শারীরিক শক্তি।সে যখন অসুস্থ হয়ে পড়ে তখন তার পক্ষে কাজ করা সম্ভব হয় না, ফলে পুরো পরিবারটা মারাত্বক সংকটের মধ্যে পড়ে। রোগশোকে জরাজীর্ণ যেমন গ‍্যাস্ট্রিক-আলসার,অরুচি,বদহজম, মাথা ব‍্যাথা,সাইনোসাইটিস,রাইনাইটিস,টনসিল,মানসিক ও শারিরিক রোগ,শ্বাসকষ্ট,হৃদরোগ,ডায়াবেটিস,রক্তশূন্যতা,এ্যাজমা-হাপানী,কান পাকা,উচ্চ রক্ত চাপ,গাইনী রোগ, জ্বর,ডায়ারিয়া,আমাশয়,মৃগী ইত্যাদি জটিল ও কঠিন রোগ এবং বেকারত্ব, হতাশা,পুষ্টিহীনতা, অকালমৃত্যু, মানুষের নিত্যদিনের সঙ্গী।বাংলাদেশে বর্তমানে ২০ কোটি মানুষ বসবাস করছে। দেশের জনসংখ্যার তুলনায় চিকিৎসকের সংখ্যা দঃখজনক ভাবে অনেক কম, হতাশ ও ব্যজ্ঞক। যার ফলশ্রুতিতে ৯০% মানুষ বড় নিবন্ধিত ডাক্তারদের কাছে যেতে পারে না,এমনকি সেই ডাক্তাররা গ্রামের প্রত্যান্ত অঞ্চলে গিয়ে চিকিৎসা দিতে চায় না। তাদের একমাত্র ভরসা গ্রাম তাক্তার বা পল্লি চিকিৎসক কিংবা স্বাস্থ্য কর্মী বা পল্লী ডাক্তার কিন্তু তাদেরও নেই কোনো প্রকৃত বিষয় ভিত্তিক প্রশিক্ষণ ব্যবস্থা। সেই বাস্তবতার লক্ষ্যেই Bepda Foundation প্রাথমিক চিকিৎসা বিশেষ করে সংক্রামক রোগ গুলি নিবারন, প্রতিরোধ ও প্রতিকার এবং প্রাথমিক স্বাস্থ্য শিক্ষা প্রশিক্ষনের মাধ্যমে বয়স্ক-শিক্ষা,দরিদ্র,অতি দরিদ্র,দৈন্যপীড়িত,হীনাবস্থ, রিক্ত,নিঃস্বতা,অসচ্ছল,আভাগা,পরিত্যক্ত ব্যাক্তি,অভাবগ্রস্থ,অবহেলিত, অনাগ্রসর,নিম্ন বিও,মধ্য বিও,নিম্ন মধ্য বিও শ্রেনীর জনগনের সু-সাস্থ্যে উন্নতি করার জন্য Bepda Foundation 2005 সালে প্রতিষ্ঠিত হয়ে হাটি-হাটি পা-পা করে এ সংস্থার মাধ্যমে তার আজীবন সদস্য /সদস্যদের পরিকল্পিত পরিবার এবং স্বাস্থ্য গঠনের জন্য জনগনকে উদ্বুদ্ধকরন সহ স্বল্প ও দীর্ঘ মেয়াদী স্বাস্থ্য শিক্ষার উপর প্রশিক্ষন,প্রনোদনা, ব্যবস্থাপএ,মেটেরিয়াল,প্রচার-প্রচারনা,ঔষধ সেবাসহ বহুবিদ কর্মসূচি বিষয়ে আর্থ-সামাজিক উন্নয়নে বিশেষ অবদান রেখে সুস্থ জাতি হিসেবে এ দেশকে গড়ে তুলতে চায়।

আমাদের সাথে যোগাযোগ করুন

প্রধান কার্যালয়

Bepda Foundation, 88/4 Uttor Jatrabari,
Dhaka,
Bangladesh

dremran1996@gmail.com,
bppdafoundation@gmail.com

+88 01788170148,
+88 01723205081

Your message has been sent. Thank you!